Monday, May 13, 2013


ব্যাঙের আবার বিয়ে!

frog-marriage-300x194বিচিত্র ডেস্ক: মানুষ ছাড়া অন্য কোন প্রাণীর বিয়ের কথা কি শুনেছেন কখোনো? ভাবছেন এ তো শুধু কল্প কাহিনীতেই সম্ভব। না, বাস্তবেও ঘটছে এমন ঘটনা। নিয়মিত ব্যাঙের বিয়ে হচ্ছে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে। যেনতেনভাবে নয়, একেবারে ঘটা করেই হচ্ছে এসব বিয়ে।

কোন কোন এলাকার মানুষের বিশ্বাস, বৃষ্টির সঙ্গে ব্যাঙের বিশেষ সম্পর্ক আছে। বৃষ্টি নামার বিষয়টিও আঁচ করতে পারে প্রাণীগুলো। বের হয়ে আসে গর্ত থেকে। জলে খেলাধুলা করে। ঘ্যানর ঘ্যানর শব্দ করে আনন্দ প্রকাশও করে থাকে। অর্থাৎ বৃষ্টি হলে ব্যাঙ খুব খুশি হয় বা প্রাণীটিকে খুশি করতেই বৃষ্টি নামে।

এজন্য নানাভাবে ব্যাঙকে খুশি করার চেষ্টা করে থাকেন তারা। এরই অংশ হিসেবে এদের বিয়েও দেয়া হয়।

No comments:

Post a Comment