Monday, May 13, 2013


হোমনা সরকারী উচ্চ বিদ্যালয়ের সাফল্যে আনন্দ মিছিল

11cbHomngssgমোর্শেদুল ইসলাম শাজু: সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে হোমনা সরকারী উচ্চ বিদ্যালয় ১৮তম স্থান অধিকার করায় বিদ্যালয়টির ছাত্র-শিক্ষকমন্ডলী একটি আনন্দ মিছিল বের করে।

সোমবার মিছিলটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে ফিরে যায়। এসময় ছাত্রদের হাতে বিদ্যালয়ের সাফল্যের সংক্ষিপ্ত বিভিন্ন তথ্য সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে বর্ণাঢ্য মিছিলটির নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কাইয়ূম মারুফ। আনন্দ র‌্যালিতে স্বতঃস্ফূর্তভাবে শত শত ছাত্র অংশ নেন।

 বিদ্যালয়ের ধারবাহিক সাফল্যের জন্য ছাত্রদের কঠোর অধ্যাবসায় ও শিক্ষকদের নিবিড় পর্যবেক্ষণ আর অভিভাবকদের সচেতনতা ও অকুণ্ঠ সমর্থনই ছাত্রদের ধারবাহিক সাফল্যের মূল কারণ বললেন প্রধান শিক্ষক মে. কাইয়ূম মারুফ।

উল্লেখ্য, ২০১৩ সালের প্রকাশিত এসএসসি পরীক্ষায় হোমনা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ৩১টি এ প্লাস সহ শতভাগ পাশের ধারা অব্যাহত রয়েছে। বিদ্যালয়টি থেকে সর্ব মোট ৫৭ জন ছাত্রের মধ্যে বিজ্ঞান শাখায় ২৭জন অংশগ্রহণ করে ২০টি এ প্লাস এবং বাণিজ্য শাখায় ৩০ জনের মধ্যে ১১টি এ প্লাসসহ শতভাগ পাশের রেকর্ড অর্জন করে। এদের মধ্যে ৯টি গোল্ডেল প্লাস রয়েছে।

No comments:

Post a Comment