কলেজে ভর্তি নিয়ে উদ্বিগ্ন কুমিল্লার শিক্ষার্থী-অভিভাবকরা
- Saturday, 11 May 2013 14:37
কিন্তু সে স্বাভাবিকতা এখন অস্বাভাবিকতায় পরিণত হয়েছে। এবারের এসএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী কুমিল্লার মেধাবী পরীক্ষার্থীই সরকারি কলেজগুলোতে ভর্তি হওয়া নিয়ে আশংকার সৃষ্টি হয়েছে। এর কারণ জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যার চেয়ে অনেক কম ভর্তি আসন রয়েছে সরকারি কলেজগুলোতে।
জিপিএ-৫ প্রাপ্ত ব্যতিত এ+, এ-সহ সাধারণভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদেরও আশা থাকে সরকারি কলেজে ভর্তি হওয়ার। এক্ষেত্রে আশা অরণ্যরোদন বৈ কিছু নয়। এমন পরিস্থিতিতে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চরম হতাশা দেখা দিয়েছে। আসন সংকটের কারণেই এ অনাকাঙ্খিত পরিস্থিতির শিকার হতে হবে মেধাবী শিক্ষার্থীদের। এ বছর কুমিল্লা বোর্ডের অধীন জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৮শ ৫৫জন।
অন্যদিকে কুমিল্লার ৩টি সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আসন সংখ্যা ২ হাজার ১শ। এ অবস্থায় মেধাবী তালিকায় শীর্ষ তথা জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীদের এক তৃতীয়াংশও সরকারি কলেজগুলোতে ভর্তি হতে পারবে না। এর চেয়ে কম শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। বঞ্চিত হবেন অধিকাংশ মেধাবী। মেধাবী পরীক্ষার্থী ব্যতীত পরীক্ষায় উর্ত্তীণ হওয়া সাধারণ পরীক্ষার্থীদের সরকারি কলেজে ভর্তি হওয়ার স্বপ্নতো রীতিমতো আকাশ কুসুম কল্পনা। ভালো ফলাফল করেও সরকারি কলেজে ভর্তি না হওয়ার আশংকায় ইতোমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।
জানা যায়, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ৬টি জেলায় মোট জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৮শ ৫৫জন। এর মধ্যে কুমিল্লা জেলা থেকে জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৭শ ৭জন। বাকি ৫টি জেলা থেকে মোট জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫০জন। কুমিল্লায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট জিপিএ-৫ প্রাপ্ত ১ হাজার ৭শ ৭জন পরীক্ষার্থীদের মধ্যে কুমিল্লা জিলা স্কুলের ৩শ ৩২জন, নবাব ফয়জুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ২শ ২৪জন, কুমিল্লা মডার্ণ হাই স্কুলের ৪শ ৩০জন, কুমিল্লা ক্যাডেট কলেজের ৫৩জন, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের ১শ ৫৪জন, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের ৩শ ২জন, আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুলের ৬৫জন, কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের ৩৪জন, হোমনা সরকারি হাইস্কুলের ৩১জন, কুমিল্লা ক্যান্টনম্যান্ট হাই স্কুলের ৬০জন ও অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ২২জন রয়েছে।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবুল কাশেম মিয়া জানান, এ কলেজে একাদশ শ্রেণিতে ৩টি বিভাগে মোট ২ হাজার ১শ শিক্ষার্থী ভর্তি করা হবে। কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম আছাদুজ্জামান জানান, একাদশ শ্রেণিতে ৩টি বিভাগে ৯শ শিক্ষার্থী ভর্তি করা হবে।
কুমিল্লার বার্তা ডট কমকে একই কথা বলছেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইন্দু ভূষণ ভৌমিক। কুমিল্লায় আরও ১টি সরকারি কলেজ ও ১টি সরকারি মহিলা কলেজ স্থাপনের দাবি কুমিল্লাবাসীর দীর্ঘদিনের হলেও এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ভর্তির সংকট দিন দিন আশংকাজনকভাবে বেড়ে চলেছে।
No comments:
Post a Comment