Monday, May 13, 2013


দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ ২৫ জন আহত

দরঘটনশামীমা সুলতানাঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়ায় বাস ও মাইক্রোবাস খাদে পড়ে সাংবাদিকসহ ২৫ জন আহত হয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ মারুফ জানান, শনিবার রাত ১১টায় মহাসড়কের ইলিয়টগঞ্জের পুটিয়ায় ঢাকাগামী একটি এশিয়ালাইন বাস ও মাইক্রোবাস খাদে পড়ে প্রায় ২০/২৫ জন যাত্রী আহত হয়।

আহতদের মধ্যে বাংলাভিশন টিভির সংবাদ পাঠক মোঃ আলমগীরের একটি পা ভেঙ্গে যায়। দাউদকান্দি মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিক আলমগীরকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে পৌঁছান।

গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। আহত যাত্রীদের গৌরীপুর হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকা ও কুমিল্লায় নিয়ে যাওয়া হয়।

এদিকে সড়ক দুঘর্টনায় বাংলাভিশন টিভির সংবাদ পাঠক মোঃ আলমগীর আহত হওয়ায় দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকরা গভীর দুঃখ প্রকাশ করে তার সুস্থতা কামনা করেছেন।

No comments:

Post a Comment