Monday, May 13, 2013


জিপিএ-৫ পেয়েও কাঁদছে ফারুক

11cbFARUQE 005মো. শরিফুল আলম চৌধুরী: বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে দরিদ্র পরিবারের মেধাবী মো. ফারুক হোসাইন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামে। সে কাজিয়াতল রহিম-রহমান মোল্লা উচ্চ বিদ্যালয় থেকে গত এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছিলো।

ভাল ফলাফলের জন্য সবাই যখন মিষ্টি মূখ করাচ্ছিল তখন সে মসজিদের পাশে খড়ের গাঁদায় বসে শুধুই কাঁদছিল। তার পিতা শাহজাহান মিয়া একজন হোটেল (মেসিয়ার) শ্রমিক। জিপিএ-৫ কি তা তার পিতা জানে না। সারাদিন কাজ করে যা মজুরি পান তা দিয়েই তাদের ৫ সদস্যের সংসার চলে।

ফারুকের বড় ভাই সুমনও গত ২০১২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে বর্তমানে কানাডা প্রবাসী আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আকরামূল ইসলাম খানের সহযোগীতায় কুমিল্লা পলিটেকনিক ইন্সষ্টিটিউটে পূর কৌশল বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছে।

ফারুকের মা মমতাজ বেগম পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের বাড়িতে ঝি এর কাজ করে। মূলত তার দেয়া টাকা ও আপ্রান চেষ্টা দিয়েই সে এবং তার বড় ভাই এতদূর পর্যন্ত এগিয়েছে।

ফারুক কুমিল্লার বার্তা ডট কমকে জানায়, এতদিন মায়ের সামান্য সহায়তায় ও প্রতিবেশিদের সহযোগীতায় খুবই কষ্ট করে লেখাপড়া করেছে সে। কিন্তু উচ্চ মাধ্যমিকে পড়ানোর কোন সামর্থ্য আর তার মা-বাবার নেই। তাই তার লেখাপড়া বাদ দেয়া ছাড়া তার আর কোন উপায় নেই। কারো কোন সহযোগীতা পেলে ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহন করে সে ডাক্তার হতে চায়। ফারুক সকলের কাছে দোয়া ও সহযোগীতা চায়।

No comments:

Post a Comment