Monday, May 13, 2013


ডিজিটাল ব্যাংক ডাকাতি

ATM Cardhacker1205bআইটি ডেস্ক: এক হ্যাকার গ্রুপ প্রি-পেইড ডেবিট কার্ড ডেটাবেইস হ্যাক করে কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের এটিএম বুথ থেকে হাতিয়ে নিয়েছে দুই কোটি ৯০ লাখ ডলার। প্রযুক্তিবিষয়ক সাইট অরেঞ্জ নিউজ এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের আইনজীবীরা সম্প্রতি ঘটা হ্যাকিংয়ের ঘটনাটি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। হাজার হ্যাকার ভুয়া চৌম্বক কার্ড ব্যবহার করে অর্থ তুলে নেয়। যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের আইনজীবী লরেটা লিঞ্চ হ্যাকিংয়ের এ ঘটনাকে একুশ শতকের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি হিসেবে অভিহিত করেছেন।

হ্যাকাররা ব্যাংক ডেটাবেইস হ্যাক করে প্রি-পেইড ডেবিট কার্ডের অর্থ উত্তোলন সীমায় পরিবর্তন করে এবং অ্যাকসেস কোড বানিয়ে নেয়। তারপর সব ডেটা চৌম্বক কার্ডে নিয়ে নেয়। এতে করে সচল অ্যাকাউন্টের সব তথ্য তাদের চৌম্বক কার্ডে চলে আসে। পরবর্তীতে ওই কার্ডগুলো দিয়ে তারা টাকা হাতিয়ে নেয়।

No comments:

Post a Comment