Monday, May 13, 2013


কুমিল্লার নবাগত জেলা প্রশাসকের সাথে বামাকার মত বিনিময়

11cbDSCN7693নিজস্ব প্রতিবেদক: সোমবার বিকাল ৪ টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসক মো: তোফাজ্জল হোসেন মিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) কুমিল্লা জেলা আহ্বায়ক কমিটি ও কুমিল্লা মহানগর কমিটির নেতৃবৃন্দ।

ফুলেল শুভেচ্ছা শেষে কুমিল্লার বামাকা মানবাধিকার কর্মীরা জেলা প্রশাসক মো: তোফাজ্জল হোসেন মিয়ার সাথে জেলার মানবাধিকার পরিস্থিতি নিয়ে খোলামেলা আলাপ করেন।

জেলা প্রশাসক তাদেরকে সর্বাত্মক ভাবে সহায়তা করার আশ্বাস দেন এবং জনগণকে মানবাধিকার বিষয়ে সচেতন করতে নানা কর্মসূচী হাতে নিতে বলেন।

বামাকার নেতৃবৃন্দ জানান, কুমিল্লা মহানগর কমিটি ও জেলা আহ্বায়ক কমিটি মিলে বর্তমানে ৫৮ জন মানবাধিকার কর্মী নগরীতে কাজ করছেন। এছাড়া প্রতিটি উপজেলায় ৪১ জন করে উপজেলা মানবাধিকার নেতৃবৃন্দ পুরু জেলায় কাজ করছেন। আগামী মাসে কুমিল্লা জেলার মোট প্রায় ৮০০ বামাকা মানবাধিকার কর্মী নিয়ে কুমিল্লায় জেলা সম্মেলনের প্রস্তুতি চলছে।

কুমিল্লার এই ৮ শত বামাকা কর্মীকে সার্বিক সহযোগিতা করতে কুমিল্লার নবাগত জেলা প্রশাসক মো: তোফাজ্জল হোসেন মিয়া আবারও তার অঙ্গীকার পূণ:ব্যক্ত করেন। এ সময় উপস্থিত জেলা ও মহানগর বামাকা নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে তাকেও সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় এনডিসি জাকির হোসেন উপস্থিত ছিলেন।

জেলা ও মহানগর বামাকা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বামাকার আহ্বায়ক আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, সদস্য-সচিব আলহাজ্ব মো: হুমায়ুন কবীর মুন্শী, মহানগর বামাকার সভাপতি তপন কুমার সরকার, সাধারণ সম্পাদক জিএম ফারুক, চাঁদপুর জেলা বামাকার সভাপতি ডা. মো: দেলোয়ার হোসেন, ফরিদগঞ্জ জেলা বামাকার সভাপতি মিসেস আশ্রাফেরন্নেছা মৌসুমী, মহানগর বামাকার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক পিটার, লুৎফুর রেজা খোকন, অর্থ সম্পাদক কাজী নজমুল, জেলা কমিটির সদস্য মো: আবদুল কুদ্দুস, মহানগর কমিটির আইন বিষয়ক সম্পাদক নাজিমুল ইসলাম ভূইয়া, প্রচার সম্পাদক ওয়াজকরুনী, মোতাহের হোসেন ভূইয়া সবুজ, সাংবাদিক বাবর মুনাফ, সজল কুমার চন্দ, আবাদ মিয়া, শাহ আলমগীর, মো: নাছের খাঁন, মো: ডালিম হোসেন, মাহবুবুল আলম সেলিম প্রমুখ।

No comments:

Post a Comment