Friday, May 29, 2015

মাধ্যমিকে পাস ৮৭.০৪%

মাধ্যমিকে পাস ৮৭.০৪%

SSC, equivalent exams results on Saturday

SSC, equivalent exams results on Saturday


এসএসসি পরীক্ষার সকল বোর্ডের ফল প্রকাশ, গড় পাশের হার ৮৭.০৪ ভাগ। ফলাফল জানুন এখানে।

আজ ২০১৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হার গড় ৮৭.০৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ লক্ষ ১১ হাজার ৯০১ জন শিক্ষার্থী।
আজ শনিবার ২০১৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হর গড় ৮৭.০৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ লক্ষ ১১ হাজার ৯০১ জন শিক্ষার্থী। রাজশাহী – ৯৪.৯৭ শতাংশ, মাদ্রাসা – ৯০.০২ শতাংশ, দিনাজপুর – ৮৫.০৫ শতাংশ, চট্টগ্রাম – ৮৪.৭৭ শতাংশ, বরিশাল – ৮৪.৩৭ শতাংশ, কুমিল্লা – ৮৪.২২ শতাংশ, কারিগরি – ৮৩.০১ শতাংশ সিলেট – ৮১.৮২ শতাংশ। সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন। দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে পরীক্ষার বিস্তারিত ফলাফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। দুপুরে ফল ঘোষণার পর ইন্টারনেট ও মোবাইলফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।
১ ফেব্রুয়ারি হতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও দেশজুড়ে অবরোধ-হরতালের কারণে তা ৬ ফেব্রুয়ারি হতে শুরু হয়। হরতাল-অবরোধের কারণে পিছিয়ে যায় এসএসসির সব পরীক্ষা। শুক্রবার ও শনিবারে নেওয়া হয় এসব পরীক্ষা। এসএসসির তত্ত্বীয় পরীক্ষা ১০ মার্চ শেষ হওয়ার সময়সূচী থাকলেও শেষ হয় ৩ এপ্রিল। (বিস্তারিত ফলাফল আপডেট করা হবে)।
যে কোনো মোবাইল অপারেটর হতে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল জানা যাবে। এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।
শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd থেকেও পরীক্ষার্থীরা ফলাফল জানা যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফল ডাউনলোড করতে পারবে।

যেভাবে পাবেন ফলাফল

নিজ নিজ স্কুল অথবা ওয়েব সাইট ও মোবাইল থেকে ফলাফল পেতে পারেন।

ওয়েবসাইট থেকে:http://sscdakhilequivalentresult.blogspot.com/p/httpwwweducationboardresultsgovbdlitein.html